বড় ধাক্কা খেল জিম্বাবুয়ে

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের ১৫ তারিখ ঢাকায় আসছে জিম্বাবুয়ে। এক মাসের সফরে বাংলাদেশের বিপক্ষে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে তারা। কিন্তু সফরের আগেই দুঃসংবাদ এসেছে সফরকারী শিবিরে। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন কাইল জার্ভিস। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন ডোনাল্ড ত্রিপানো।

বাংলাদেশের বিপক্ষে বরাবরের মতোই ভালো খেলেন জার্ভিস। সর্বশেষ বাংলাদেশ সফরে টাইগারদের কম ভোগাননি এই ডানহাতি পেসার। দুই টেস্টের সিরিজে পেয়েছিলেন ১০ উইকেট, জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন।

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার সময় পিঠে চোট পান জার্ভিস। যে কারণে খেলতে পারেননি সিরিজের দ্বিতীয় টেস্টেও। এবার ছিটকে গেলেন বাংলাদেশের বিপক্ষেও। এমআরআই স্ক্যান রিপোর্টে জানা গেছে, অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩০ বছর বয়সী ডানহাতি পেসারকে।

প্রসঙ্গত, ঢাকায় এসে দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর মিরপুর স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে টাইগারদের বিপক্ষে সফর শুরু করবে জিম্বাবুয়ে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সব শেষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ হবে মিরপুরে।

সফরে টেস্ট দলে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস ও সীমিত ওভারের ক্রিকেটে তাদের অধিনায়ক চামু চিবাবা। সফর শেষে ১২ মার্চ ঢাকা ছেড়ে যাবে জিম্বাবুয়ে।

 

এশিয়াবিডি/ ডেস্ক/ সাইফ

আরও সংবাদ