গ্রন্থমেলার প্রথম দিনই আগুন
মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনই আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যার পর মেলার সোহরাওয়ার্দী উদ্যান চত্ত্বরের ৬১৬ নম্বর স্টলে (রাবেয়া বুকস্) আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
বাংলাদেশ ফায়ার সার্ভিসের ডেপুটি স্ট্যাইন ডাইরেক্টর নিউটন দাশ বলেন, ‘আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। যদি আগুন ছড়িয়ে যেত, তাহলে মেলায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।’
এশিয়াবিডি/ ডেস্ক/ সাইফ