সেতুটি বার বার ভেঙ্গে যাচ্ছে!
জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের নয়াবাজার এলাকার বেইলী সেতু ভেঙ্গে ওই সড়কে ৭ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
রবিবার সকাল ৭টায় একটি ট্রাক অতিক্রম করা কালে সেতুটি ভেঙ্গে পড়ে। সড়ক বিভাগ মেরামত কাজ করলে দীর্ঘ ৭ঘন্টা পর বিকেল চারটার দিকে যান চলাচল শুরু হয়।
স্থানীয়রা জানান, এই সেতুটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। বছর খানেক পূর্বে মালবাহী একটি ট্রাকসহ সেতুটি ভেঙ্গে পড়েছিল। তখন সড়ক বিভাগ জোড়াতালি দিয়ে সেতুটি চালু করে এবং দ্রুততম সময়ে সেতুটি নির্মাণের কথা দেয়। কিন্তুু এক বছরের মধ্যে নির্মাণ কাজ না করায় দ্বিতীয় দফায় সেতুটি ভেঙ্গে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় এ সড়কে চলাচলকারী গোয়ালবাড়ী ও পূর্বজুড়ী ইউনিয়নের লোকজন দুর্ভোগে পড়ে।
ভুক্তভোগীরা বলেন, নির্মাণ কাজ চলাধীন জুড়ী-ফুলতলা সড়কটি মারাত্বক আকারে ভেঙ্গে পড়ায় বিকল্প হিসেবে জুড়ী-লাঠিটিলা সড়ক দিয়ে ফুলতলা, সাগরনাল ইউনিয়নের লোকজন ও যানবাহন চলাচল করছিল। কিন্তুটি সেতুটি ভেঙ্গে পড়ায় চার ইউনিয়নের মানুষ ভোগান্তির শিকার হয়।
সড়ক বিভাগ, মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর বলেন, মেরামত কাজ শেষে যান চলাচল শুরু হয়েছে। তিনি বলেন, জুড়ী-লাঠিটিলা সড়কের এ সেতু ও স্বরণরায় নালার উপরের সেতুটি নির্মাণের জন্য এডিবির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদন হলেই নির্মাণ কাজ শুরু হবে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ