সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ

সুন্দরবন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা।

সোমবার বেলা ১১টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে সেটি উদ্ধার করা হয়। বাঘটির অর্ধেকাংশ কুমিরে খেয়ে ফেলেছে।

বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, বাঘটির বয়স ২০ বছর। বার্ধক্যজনিত কারণে নদীর পাড়ে মরে পড়েছিল। বাঘের পেছনের অংশ কুমিরে খেয়ে ফেলেছে।

বিকেলে দূবলার চরের কুপিলমনি এলাকায় মৃত বাঘটি মাটি চাপা দেয়া হয়।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ