মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ওআইসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মুসলিম দেশগুলোর বৈশ্বিক জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। এর আগে আরব লিগের পক্ষ থেকেও এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেন ওআইসির অন্তর্ভুক্ত দেশগুলোর নেতারা। খবর ‘আল-জাজিরা’।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি পরিকল্পনা প্রকাশের সময় ট্রাম্প বলেন, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য শেষ সুযোগ।

ট্রাম্প উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ঐতিহাসিক জেরুজালেম আল-কুদস শহরকে ইসরায়েলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উত্থাপনের জেরে সৃষ্টি হওয়া পরিস্থিতিতে ফিলিস্তিনের অনুরোধে সোমবার জরুরি বৈঠকে বসে ওআইসি। ওই বৈঠকেই ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে ওআইসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনিদের স্বার্থের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। আর এই পরিকল্পনা ইসরায়েলের প্রতি পক্ষপাতমূলক। তাই মুসলিম দলগুলোর জোটের অবস্থান ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ