এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বাস খাদে, আহত ৩

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ধামরাইয়ের কালামপুর-বাটুলিয়া সড়কের বাটুলিয়া লুকাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।

তিনি জানান, সকাল ৯টার দিকে এসএসসির ৩৩ পরীক্ষার্থী বহনকারী এক বাস খাদে পড়ে যায়। এ সময় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরীক্ষার্থীরা সবাই ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ