ইতালিতে শেখ হাসিনা: ইউরোপ বিএনপির বিক্ষোভ
ইউরোপের দেশ ইতালি সফরে আছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে ঘিরে ইউরোপ বিএনপি নেতৃবৃন্দ বুধবার (০৫ ফেব্রুয়ারী) সকাল থেকে নির্ধারিত একটি হলের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রতিবাদ মুখর ইতালির এর চিত্র দেখা গেছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপির শত শত নেতাকর্মিরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রর্দশন করেন। এসময় বর্তমান সরকার বিরোধী নানা শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।
প্রধানমন্ত্রীর ইতালি সফরকে কেন্দ্র করে ইতালি বিএনপি এই বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশ বেলজিয়াম বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবু বলেন, শেখ হাসিনার অবৈধ সরকারের দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখন বিশ্বে সুপরিচিত। গনত্রন্ত্র ও মানবাধিকারের দেশ ইতালীতে এমন একজন গনত্রন্ত্র হত্যাকারীর স্থান হতে পারে না বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন এখন সময় শেখ হাসিনা ও তার সরকারকে প্রতিরোধ করার।
এশিয়াবিডি/ ডেস্ক/ এম খান