একুশে পদক পাচ্ছেন যারা!

এ বছর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। এ বছর একুশে পদকপ্রাপ্ত ২০ ব্যক্তির মধ্যে পাঁচ জন পাচ্ছেন মরণোত্তর পদক।

এ বছর শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক; মুক্তিযুদ্ধে (মরণোত্তর) মরহুম আক্তার সরদার, মরহুম আব্দুল জব্বার ও মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) এবং ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি পাচ্ছেন একুশে পদক।

এই তিনটি ক্যাটাগরিতেই পুরস্কার পেয়েছেন তিন জন করে। এছাড়া গবেষণায় পুরস্কার পাচ্ছেন দু’জন ড. জাহাঙ্গীর আলম ও হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান।

এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন

আরও সংবাদ