করোনাভাইরাস নিয়ে সতর্ককারী সেই চিকিৎসক মারা গেছেন
চীনা প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে প্রথম সতর্ককারী চিকিৎসক লি ওয়েনল্যাং মারা গেছেন। এই ভাইরাসেই আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
উহান সেন্ট্রাল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ছিলেন ৩৪ বছরের লি ওয়েনল্যাং। ৩০শে ডিসেম্বর সহকর্মীদের কাছে করোনাভাইরাস নিয়ে একটি সতর্ক বার্তা পাঠিয়েছিলেন তিনি। এরপরই পুলিশ লিসহ আটজনকে ‘মিথ্যা মন্তব্য করা’ বন্ধ করতে বলে। হাসপাতালে কাজ করার সময় রোগীদের মাধ্যমে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।
৩ জানুয়ারি চীনা কর্তৃপক্ষ তাকে একটি চিঠিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এতে লেখা ছিল, ‘তিনি সামাজিক শৃঙ্খলা ব্যাপকভাবে ভঙ্গ করেছেন’। এছাড়া কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের হুমকি দিয়েছিল।
লি ওয়েনল্যাংয়ের সর্বশেষ অবস্থা নিয়ে গভীর রাতে চীনা সংবাদমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ছড়ানো হয়। শেষে কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টা ৫৮ মিনিটে তার মৃত্যু হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন এই করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৩৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১ জনে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ