মৌলভীবাজারে ভ্রাম্যমাণ বইমেলা শুরু
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে চারদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন হয়েছে।
জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এই বইমেলার উদ্বোধন করেন। বইমেলা মেলা ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টায় শেষ হবে।
এসময় উপস্থিত ছিলেন শহরের বইপ্রেমী সাধারণ মানুষ, সাংবাদিক এবং শিক্ষার্থীরা। এ মেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এ বিষয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রর ভ্রাম্যমাণ বইমেলার সিনিয়র ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও আইএফআসি ব্যাংক-এর সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র বিভিন্ন জেলা-উপজেলায় এ ধরনের ভ্রাম্যমাণ বইমেলা চালিয়ে আসছে। তিনি বলেন এটি বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২৩ তম ভ্রাম্যমাণ বইমেলা। এ বইমেলায় বিক্রির জন্য রয়েছে ১৫০টি প্রকাশনার ১০ হাজার বই।
বিশ্বসাহিত্যের বিখ্যাত দেশী বিদেশী লেখকদের উপন্যাস, গল্পের বই, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত¡, স্বাস্থ্য-চিকিৎসাবিষয়ক, রান্না বিষয়ক, ব্যায়াম বিষয়ক, কম্পিউটার, ভাষা শেখার বই থেকে নানা ধরনের বই মফস্বলের সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আরও সহজলভ্য করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

