ফাইনাল সেরা হয়ে যা বললেন আকবর
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম পাকাপোক্ত করে নিলেন আকবর আলী। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জিতল। তাও দুর্দান্ত ঠান্ডা মাথার এক ক্যাপ্টেন্সি নকের কল্যাণে।
পচেফস্ট্রুমে ভারতের বিপক্ষে ফাইনালে যখন আকবর ব্যাটিংয়ে নামে তখন ৬২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে টাইগার যুবারা। সেখান থেকে মাঠে পড়ে থাকার অদম্য ইচ্ছা শক্তি দেখিয়ে ধীরস্থির ব্যাটিং আকবরের। এক প্রান্তে সঙ্গী হারালেও ৪৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আকবর আলী। দলের বা ম্যাচের সর্বোচ্চ স্কোরার নন, তবুও তাকে ফাইনাল সেরার পুরস্কার দিতে দুবার ভাবতে হয়নি।
ফাইনাল সেরা হয়ে আকবর জানান, মাঠে স্বাভাবিক ক্রিকেট খেলে জয় সহজ করে নিতে চেয়েছেন। নিজের পরিকল্পনা নিয়ে আকবরের বক্তব্য, ‘আমি যখন মাঠে প্রবেশ করলাম, তখন আমাদের জুটি গড়ে তোলার প্রয়োজন ছিল। আমি আমার সঙ্গীকে বলছিলাম কোনো ভাবেও উইকেট হারাতে দেয়া যাবে না। আর এটাই ছিল আমাদের পরিকল্পনা।’
প্রতিপক্ষ হিসেবে ভারত সবসময় চ্যালেঞ্জিং। ১৭৮ রানের লক্ষ্য হলেও জয় সহজে ধরা দিবে না জানতেন আকবর, ‘আমরা জানতাম ভারত আমাদের জয়কে সহজ হতে দিবে না। তারা কঠিন প্রতিপক্ষ। আমরা জানতাম এ রান তাড়া কঠিন হবে। তবে আমি চেয়েছি বিষয়গুলো সহজ করে নিতে।’
এবারের বিশ্বকাপে টপ অর্ডারের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নিজেকে প্রমাণের সুযোগ পাননি এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফাইনালের আগে তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ৫ রানে আউট হওয়া ছাড়া বাকি দুই ম্যাচে ৫ ও ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়। আজো দল জিতিয়ে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটসম্যান।
দলের সঙ্কট মুহূর্তে নিজেকে প্রমাণের চেষ্টাই কেবল ছিল জানিয়ে আকবর বলেন, ‘বিশ্বকাপের প্রথমাংশে আমি খুব বেশি ব্যাটিং করার সুযোগ পাইনি। আমি নিজেকে আজ প্রমাণ করতে চেয়েছিলাম।’
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ