ইউরোপ স্বপ্ন: বরফে আটকা পরে সিলেটি যুবকের মৃত্যু
ইউরোপে যাবার স্বপ্ন দেখে যাত্রা শুরু। মাঝ পথেই মৃত্যু এসে থমকে দেয় সেই যাত্রা। ছবি দেখে কিছুটা নিশ্চিত হওয়া গেছে বরফের উপর হেটে যাতায়াত করতে গিয়ে মৃত্যু কোলে পড়তে হয়েছে তাকে।
তুরস্ক থেকে ইউরোপের দেশ গ্রিস যাওয়ার পথে বাংলাদেশী নাগরিক এনামুল এহসান জায়গীরদার ফয়ছল (৩০) নামের এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।
নিহত যুবক সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামের মুহুদ আহমদ জায়গীদারের ছেলে। নিহতের ভাই রুজেল আহমদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুমের সফর সঙ্গী ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে তুর্কি-গ্রীসের কোন এক সীমান্ত রাস্তার পাশে তার লাশ পড়ে থাকার ছবি দেখে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন বলে জানা গেছে। তবে তার লাশ এখনো পাওয়া যায়নি। তার লাশের এব্যাপারে সংশ্লষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়।
এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন