মৌলভীবাজারে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাহসিকতার সাথে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বছরে পদার্পন উপলক্ষে মৌলভীবাজারে র্যালী, কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে পরবর্তী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল এর সভাপতিত্বে ও
ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাবেক প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারন সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সেফুল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি ইমাদ উদ-দীন, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ইমজার সভাপতি শাহ অলিদুর রহমান, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জেলার ইলেক্ট্রনিক, অনলাইন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এশিয়াবিডি/সামাদ/সাইফ