রোহিঙ্গা পরিচয়ে কেউ ফেরত আসেনি : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরব বা অন্যকোনো দেশ থেকে রোহিঙ্গা পরিচয়ে বাংলাদেশে কোনো ব্যক্তি ফেরত আসেননি। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদিতে কোনো রোহিঙ্গা যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলেও জানান তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বিমসটেক ট্রাডিশনাল হেলথ কেয়ার-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৌদিতে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি। সেখানে আমাদের বাংলাদেশি দূতাবাস এবং সৌদি সরকার কোনোপক্ষই আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। জানালে আমরা এর প্রতিবাদ করবো।

তিনি বলেন, সৌদিতে আমাদের দেশের অনেক প্রবাসী আছেন যাদের কাজ নেই। তাদের এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। আর এটা স্বাভাবিক যে, কাজ না থাকলে দেশে চলে আসবেন। তবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা যাওয়ার এবং ফেরত আসার কোনো ঘটনা ঘটেনি। সৌদি বা অন্যকোনো দেশ থেকেও রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি ফেরত আসেনি।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ