জুড়ীতে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ২টি ইটভাটা
মৌলভীবাজারের জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের মালিকাধীন ১টি সহ ২ টি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।সাথে প্রত্যেকটা ভাটার মালিককে ২০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র না থাকা,সনাতন প্রদ্ধতিতে ইট তৈরীর অভিযোগে জুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান গুলশান আরা মিলির মালিকানাধীন এমকো বিক্রস এবং বাবু মিয়ার মালিকানাধীন বাব বিক্রসকে গুড়িয়ে দেওয়া হয়।আজ বুধবার দুপুর ১২টার দিকে
পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইসরাক জাহান ইভা এবং মৌলভীবাজারের ইন্সপেক্টর ফখরুদ্দিনের যৌথ অভিযানে এ ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়।এ সময় উপস্হিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের উপ পরিচালক বদরুদ্দোজা এবং এপিবিএন এর সদস্যরা।
এশিয়াবিডি/বেলাল/মোজাহিদ