বড়লেখায় আন্তঃমনিপুরী ক্রিকেট খেলার ফাইনাল সম্পন্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুরায় আন্তঃমুনিপুরী প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে সমনবাগ বাগান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এমএস ক্লাব ধামাই কে হারিয়ে জয়লাভ করে পাথারীয়া মিতাই ক্রিকেট ক্লাব।
ডাঃহরেন্দ্র কুমার সিংহ এর সভাপতিত্বে ও বড়লেখা কোয়াবের যুগ্ম সম্পাদক এ বি সিদ্দিক দুলালের পরিচালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দীন আহমদ, দক্ষিণ ভাগ দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজির উদ্দীন, ইউপি সদস্যা পারুল বেগম, কোয়াব বড়লেখা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা, শিক্ষক রামচন্দ্র সিংহ, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন, সমনবাগ চা বাগানের ম্যানেজার মোহাম্মদ আলী খান, সাহেদ নেওয়াজ, সাংবাদিক সিরাজুল ইসলাম রিপন, প্রমুখ।
এশিয়াবিডি/বেলাল/সাইফ

