বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মৌলভীবাজার ‘বাটা শো’ রুম
মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার ‘বাটা শো’ রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় বড় ধরণের দুর্ঘটনা ঘটে নি।
শনিবার বিকেল ৫টার দিকে পৌর শহরের পশ্চিবাজার এলাকার ‘বাটা শো’ রুমের দ্বিতীয় তলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্র্শী সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎই বাটা শো-রুমের পাশ্ববর্তী ব্যবসায়ীরা আগুনের ধোঁয়া দেখতে পান। তখন সাথে সাথে ব্যবসায়ীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মৌলভীবাজার ফায়ার স্টেশনের উপপরিচালক আবদুল্লাহ হারুন পাশা এশিয়াবিডিকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট খেয়ে কেউ একজন ফেলে গিয়েছিল, যার কারণে গোডাউনের থাকা কাগজের বাক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ