উপজেলা চেয়ারম্যানের নির্দেশে এডিপির টেন্ডার বন্ধ করলেন প্রকৌশলী

জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুকের অনুপস্থিতিতে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এর আওতায় ২০১৯-২০অর্থ বছরের কাজের দরপত্র আহবান করে স্হগিত করলেন উপজেলা প্রকৌশলী। এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে সর্বমহলে।

উপজেলা পরিষদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়,জুড়ী উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এডিপির আওতায় ২০১৯-২০অর্থ বছরের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন সরবরাহ ও নলকূপ স্হাপনের জন্য গত ৬ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলা পরিষদের তালিকাভূক্ত ঠিকাদারদের কাছ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২০ দরপত্র জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।সে অনুযায়ী অনেক ঠিকাদার দরপত্র নিতে এসে দেখেন উপজেলা চেয়ারম্যান বিদেশ থেকে ফোনে না করায় উপজেলা প্রকৌশলী বিজ্ঞপ্তি স্হগিত করেন।১১ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী সাক্ষরিত নোটিশে বলা হয়,জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক সাহেবের অনুরোধে গত ১০/০২/২০২০ তারিখ রাত ৮ ঘটিকায় বিদেশ থেকে ফোনের মাধ্যমে গত ০২/২০১৯/২০ ইং এর দরপত্র কোটেশনটি স্হগিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান,উপজেলা চেয়ারম্যান যেহেতু সভাপতি তাই উনার অনুরোধে স্হগিত করা হয়েছে।

উনাকে না জানিয়ে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে, প্রকৌশলী বলেন উনি জানেন তারপরও উনার অনুরোধ আমরা রেখেছি।

উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা বলেন, এটা কেন করা হলো আমি জানি না।আমি মিটিং এ বলেছি যে স্হগিত না করার জন্য।

এশিয়াবিডি/বেলাল/সাইফ

আরও সংবাদ