তালিবানের হামলায় নিহত ৫ আফগান সেনা
আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তালিবান। এতে অন্তত ৫ জন সেনা নিহত হয়েছেন। খবর ‘প্রেস টিভি’।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ওই সামরিক ঘাঁটির অবস্থান কুন্দুজ প্রদেশের শোরা খাক নামক এলাকায়। আর হামলা চালানো হয়েছে রবিবার (১৬ ফেব্রুয়ারি)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তালিবানের চালানো এই অতর্কিত হামলায় ৫ সেনা নিহতের পাশাপাশি তিনজন আহত হয়েছেন। আহতরা এখন চিকিৎসাধীন আছেন।
এ দিকে ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তালিবান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তাদের হামলায় বেশ কয়েকজন আফগান সেনা নিহত হয়েছেন।
গত কয়েকদিন ধরে তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে জোর আলোচনা চলছে। আর এ সময়েই আফগান সেনাদের ওপর ফের হামলা চালাল তালিবান।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ