বাহরাইনে আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলীর রোগমুক্তি কামনায়, মিলাদ ও দোয়া মাহফিল
আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলীর রোগমুক্তি কামনায় বাহরাইনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ই ফেব্রুয়ারি রবিবার রাত ৮ ঘটিকার সময় বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ্ বাহরাইন-জিদহাফস্ শাখার উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের প্রতিষ্টিত মসজিদে, সংগঠনের সাধারণ সম্পাদকঃ শামিম আহমদের পরিচালনায়, আবুল বাশার শাহীনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন, আঞ্জুমানে আল-ইসলাহ বাহরাইন এর সভাপতিঃ হাফিজ শাহনুর আহমদ। প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেনঃ বাংলাদেশ দূতাবাসের জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকন্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল ইসলাহ্ বাহরাইন এর সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুস সালেহ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোনাম মিয়া, মোহাম্মদ পারভেজ, মোঃ অলিউর রহমান, মকবুল হুসেন জুনেদ আহমেদ, হেলাল, মাসুক, ফলিক মিয়া, আব্দুল আহাদ সহ আরো অনেক।
পরিশেষে- আঞ্জুমানে আল-ইসলাহ এর মূহতারাম সভাপতিঃ আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলীর রোগমুক্তি,ও নেক হায়াত কামনা করে দেশ-প্রবাসী ও সকল মুর্দেগানদের জন্য দোয়া করা হয়।
এশিয়াবিডি/সাইফুল/সাইফ