নাইজারে সেনা অভিযানে নিহত ১২০

সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে আফ্রিকার দেশ নাইজারে অভিযান চালিয়েছে নাইজেরিয়া ও ফ্রান্সের সেনারা। যৌথ এই অভিযানে ১২০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির বরাতে শনিবার (২২ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, যৌথ এই সেনা অভিযানে বোমা বানানোর সরঞ্জাম এবং যানবাহন জব্দ করা হয়েছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে নাইজেরিয়া ও ফ্রান্সের কোনো সেনা সদস্য হতাহত হননি।

এ দিকে সন্ত্রাস নির্মূলে চালানো এই অভিযানের প্রশংসা করেছেন নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোউফু খাতাম্বি।

প্রসঙ্গত, গত ডিসেম্বর ও জানুয়ারিতে উগ্র সন্ত্রাসীগোষ্ঠীগুলোর হামলায় নাইজারের ১৭৪ জন সৈন্য নিহত হয়েছেন। এই ঘটনার পর দেশটিতে সেনা নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ