ফ্লোরিডায় পালিত হবে মুজিব বর্ষ
জাতির জনকের ১০০ তম জন্ম বার্ষিক উপলক্ষে রাষ্ট্রীয় ভাবে মুজিব বর্ষ পালনের অংশ হিসাবে বহিঃ বশ্বের বিভিন্ন দেশে মুজিব বর্ষ পালনের অংশ হিসাবে সেন্ট্রাল ফ্লোরিডায় ২য় বাঁংলাদেশ ডে প্যারেড অনুষ্টিত হতে যাচ্ছে।
বঙ্গবন্ধুর ১০০ তম জন্মদিনকে উ্যসর্গ করছে আয়োজক সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ । আগামী ২৮ মার্চ শনিবার সেন্ট্রাল ফ্লোরিডার মেইন স্ট্রীম ভেন্যু লেক ইওলা পার্কে (Lake Eola Park, orlsndo 1 pm to 9. 30 pm) দিন ব্যাপী বাংলাদেশ ডে প্যারেড অনুষ্টিত হবে।
দিন ব্যাপি অনুষ্টানের মধ্য রয়েছে প্যারেড,শিশুদের বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন প্রতিযোগিতা, স্লাইড শো, বঙ্গবন্ধুর উপর নানা বিষয় ভিত্তিক আলোচনা, সন্ধ্যায় লেজার ভিষন, ফায়ার ওয়ার্কস, স্মারক গ্রন্থ প্রকাশনা,শিশুদের নাচ গান , নানান ষ্টল, খাবারের দোকান, ব্যান্ড শো, খ্যাতনামা শিল্পীদের সংগীত পরিবেশনা। প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ সরকারের মন্ত্রী জাহিদ মালি।
বাংলাদেশ ডে প্যারেডে অংশ গ্রহন করবে ওরলান্ডোর সকল সংগঠন। এ ছাড়াও মুল ধারার রাজনীতি বিদরা অংশ গ্রহন করবেন। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু ও যুগ্ন সাধারন সম্পাদক নাজিমুল্লাহ লিটন জানান, মুজিব বর্ষ পালনের অংশ হিসাবে এবারের ২য় বাংলাদেশ ডে প্যারেড কে নানান ভাবে উপস্থাপন করা হবে, আরো থাকবে ব্লাড ডোনেশন ও ফ্রী হেলথ চেক আপ। পুরো দিন ব্যাপী অনুষ্ঠানে জাতির জনকের জীবনের নানান দিক নানান ভাবে তুলে ধরা হবে। যদি অনুষ্ঠানে কারও কোন পরামর্শ থাকে, কোন কিছু সংযোজন করার তারও সুযোগ রয়েছে বলে তারা জানান। লেক ইওলার পানির মাঝে সন্ধ্যা রাতে জনকের ছবি ফুটিয়ে তুলা হবে। তারা আরও জানান মুজিব বর্ষ পালনের সকল প্রস্তুতি সম্পন্ন।
ইনশাআল্লাহ আমরা ২৮ মার্চ একটি ভাল অনুষ্টান উপহার দিন, এই বিশেষ দিনকে স্মরনীয় করতে একটি তথ্যবহুল ম্যাগাজিন প্রকাশ করা হবে। পুরো অনুষ্টানের চেয়ারম্যান হিসাবে আছেন ডাঃ মুরাদ খান ঠাকুর ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সকল নেতা কর্মি ও যুব মহিলা লীগ।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি জয়নাল চৌধুরী ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু সকল প্রবাসী বাংলাদেশিদের ২৮ মার্চে বাংলাদেশ ডে প্যারেডে অংশগ্রহনের আহবান জানিয়েছেন। বাংলাদেশ ডে প্যারেডের পুরো অনুষ্টানের মিডিয়া করডিনেটর হিসাবে দায়িত্ব আছেন সাংবাদিক জুয়েল সাদত, মিডিয়া পার্টনার হিসাবে আছে মাই টিভি, প্রথম আলো (উত্তর আমেরিকা) টিভি ৫২ বাংলা, প্রবাসের নিউজ ও বাঙ্গালির প্রবাস ।
যে কোন প্রকার যোগাযোগ জয়নাল চৌধুরী 407 491 3252 আনোয়ার হোসেন সেন্টু 321 946 1638, নাজিম উল্লাহ লিটন 321 295 3803 জুয়েল সাদত ( মিডিয়া) 407 832 2882 ।
মুজিব বর্ষ ও বাংলাদেশ ডে যথাযথ পালনের জন্য বেশ কয়েকটি সাব কমিটি গঠন করা হয়েছে সেই সব সাব কমিটির চেয়ারম্যানরা হলেন মোহাম্মদ শামিম, এ কে এম হোসেন হিটু, আব্দুল জলিল, আজিজুর রহমান,জাহাঙ্গীর সরদার, মোহাম্মদ শফি, মুরাদ হোসেন, কাজী আসিফ সুকন, রফিকুল হক খছরু, সুহেলী পারভিন,নুরেন হায়দার, জালাল আহমদ, স্বপন অধিকারী, জাহিদ আলম, মিজান সবুজ প্রমুখ। সব রকম যোগাযোগ 321 946 1638
এশিয়াবিডি/জুয়েল/সাইফ

