বড়লেখায় পুষ্টিগুণ সমৃদ্ধি সবজি ব্রকলি প্রদর্শনীকে কেন্দ্র করে মাঠ দিবস পালিত
বড়লেখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০১৯-২০ অর্থ বছরে এনএটিপি-২ এর অাওতায় উচ্চ মূল্যের সবজি (ব্রকলি) উচ্চ মূল্য ও পুষ্টিগুণ সমৃদ্ধি সবজি ব্রকলি প্রদর্শনীকে কেন্দ্র করে কৃষকের মাঠ দিবস পালিত হয়েছে।
রবিবার বিকেল ৫ ঘটিকার সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল গ্রামে রেলওয়ে পৃর্ব মাঠে অনুষ্ঠান হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী মো. সেলিম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।তিনি বক্তব্য বলেন,কৃষকের কৃষিতে মনযোগ হওয়ার তাগিদ দিয়ে যতধরনের সহযোগিতা লাগবে তা করবেন বলে আসস্থ করেন।বড়পরিসরে নিয়ে কৃষি করতে হবে।প্রয়োজনে মৌলভীবাজার জেলার ডিসি মহোদয় কে দাওয়াত করে নিয়ে পোগ্রামে আসবো।বিষমুক্ত সবজি উৎপাদন, উন্নত বীজ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়।এবং মধু চাষও করার পরিকল্পনা দিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লা খান, দৈনিক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি মোঃ অাব্দুর রব,সাংবাদিক রিপন, কৃষক আজিজুর রহমান কটর আলী, ইয়াছিন আহমদ,সুজন মিয়া,হারিছ আলী,কবির আহমদ প্রমুখ।
এশিয়াবিডি/বেলাল/সাইফ