প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটির মানববন্ধন
মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ লিখিত পরীক্ষায় উর্ত্তীণ এবং মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী ৬১টি জেলার ৩৭ হাজার চাকুরী প্রার্থী সবাইকে প্যানেল এর মাধ্যমে সরাসরি নিয়োগ করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর তারা এই স্মারকলিপি প্রদান করে।
সোমবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন মৌলভীবাজার জেলা কমিটি এই কর্মসূচী পালন করে। সংগঠনের সভাপতি সজিব আচার্য্য এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল দাস এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- পপি দে, কনক দে, অর্পণ মালাকার, জুয়েল, তিথি দে, খাদিাজা আক্তার, অনণ্যা ভট্রাচার্জ, রতন নাথ, ইমন চৌধুরী, তাহমিনা এ্যানিসহ জেলার সকল উপজেলার নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন- বঙ্গবন্ধুর শততম জন্মদিনে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কাছে আমাদের জোরালো দাবি প্রায় ৩৭ হাজার মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী বেকার যুবক এবং তাদের পরিবারে হাঁসি ফোটাবেন বলে আমারা প্রত্যাশা রাখছি। বক্তারা বলেন বর্তমানে চরম শিক্ষক সংকট বিদ্যমান।
আগে ৬ মাস পর পর সহকারী শিক্ষক ও ২ বছর পর পর প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হতো। বিশেষ করে মেয়েদের এইচএসসি পাশে চাকুরীতে প্রবেশের এটাই ছিল সর্বশেষ বিজ্ঞপ্তি। তাছাড়া ২০১০,২০১২,২০১৩ সালে প্যানেল হয়েছে এবং ২০১৪ সালেও প্যানেলের মাধ্যমে প্রায় ৪৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তা হলে এখন কেন নয়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ