শাবনূরকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান

পারিবারিক অশান্তির কারণে স্ত্রী সামিরাকে তালাক দিতে চেয়েছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ।

এছাড়া নায়িকা শাবনূরকে বিয়ে করে একসঙ্গে সংসার করার চিন্তা ছিল তার।

সোমবার ধানমন্ডিস্থ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে ডিআইজি বনজ কুমার মজুমদার সাক্ষীদের বরাতে এ তথ্য জানান।

তিনি বলেন, সালমান ঘটনার আগের দিন সিলেটে আবস্থানরত মামা আলমগীর কুমকুমকে ফোন করেন। ওই সময় তিনি তাকে বলেন আমি সামিরাকে তালাক দেব।

তিনি আরো বলেন, সালমান মানসিক অবসাদে ভুগছিলেন। তার সন্তান হচ্ছিল না। সার্বিক বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগেছিল। তিনি শাবনূরকে বিয়ে করে একসঙ্গে সংসার করতে চেয়েছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শাবনূরের সঙ্গে অতিরিক্ত সখ‌্যতা, সামিরার সঙ্গে কলহ, মাত্রাতিরিক্ত আবেগ, সন্তান না হওয়া ইত্যাদি কারণে আত্মহত্যা করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ