লেবানন বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈরুতের আলকোলার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক মজিবুল হক, প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, উপদেষ্টা আমির হোসেন কলিম, আব্দুক খালেক তাহের, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন জাকির, সহ সভাপতি আবুবুক্কর, আমিনুল ইসলাম আইমান, যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

বক্তব্য রাখেন, লেবানন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব, সহ-প্রচার সম্পাদক রাব্বুল শেখ, সহ- শিক্ষা বিষয়কসম্পাদক সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য জি এম সুমন, শাহজাহান, সাইদা শাখার সভাপতি বেলাল হোসেন তুষার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল ব্যাপারী, আলবস্তা শাখা সাংগঠনিক সম্পাদক আলমঙ্গীর হোসেন, বুরুজ শাখা সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক কুরবান আলী, সিনিয়র সহ-সভাপতি সহিদ মিয়া, যুবদললের সিনিয়র সহ-সভাপতি মফিজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মোল্লা, দপ্তর সম্পাদক মিঠু মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বাহান্নের ভাষা আন্দোলনে যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। তাদের শ্রদ্ধাভরে স্বরণ করে বলেন, বাহান্নের অনুপ্রেরণাকে সামনে নিয়েই একাত্তর সালে মুক্তিযোদ্ধে বীর বাঙালীরা সাহসী ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল।
এসময় তারা ৫২’র ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযোদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন।

এশিয়াবিডি/ হেলাল/ মুবিন

আরও সংবাদ