করোনা ভাইরাস; ইতালিতে ৬ জনের মৃত্যু
ইউরোপের দেশ ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জন মৃত্যুবরণ করেছে। এতে করে করোনাভাইরাসে শঙ্কিত হয়ে পড়েছে বহুবর্ণের দেশ ইতালি। দেশটিতে আজ সোমবার পর্যন্ত ২১৯ জন আক্রান্ত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। এই করোনাভাইরাস বা কোভিড নাইনটিন মাত্র কয়েকদিনের ভেতরে ইতালির মিলান ও ভেনিস সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেরারেল মিলান একটি জরুরী বিজ্ঞপ্তিতে জানিয়েছে লোম্বার্দি এলাকায় করোনা ভাইরাসের তীব্র সংক্রামনের প্রেক্ষাপটে অতিজরুরী বিষয় ট্রাভেল পারমিট, মৃতদেহ দেশে প্রেরণ ব্যতিত সাধারণ সেবাকার্যক্রম আপাপতত বন্ধ থাকবে।
ইতালির মিলান এবং ভেনিস শহরের কাছে দুটি উত্তরাঞ্চলীয় এলাকাকে করোনাভাইরাস সংক্রমণের হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে।
ভেনেতো এবং লোম্বার্ডি অঞ্চলের একাধিক শহরে নির্দেশ দেয়া হয়েছে, আগামী দু’সপ্তাহ কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া কেউ সেখানে ঢুকতে বা বেরুতে পারবে না। এর আওতায় পড়বে অন্তত ৫০ হাজার লোক। বন্ধ করে দেয়া এলাকার বাইরেও বহু স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। শীর্ষস্থানীয় ফুটবল লিগ সিরি-আ’র কয়েকটি ম্যাচ সহ বেশ কিছু খেলা বাতিল করা হয়েছে। মিলান শহরের দক্ষিণ-পশ্চিমে একটি অঞ্চলে ভাইরাস সংক্রমণের কারণে লোকজনকে ঘরে থাকতে বলা হয়েছে। ভাইরাসের কারণে ইতালি বিভিন্ন দিক থেকে ক্ষতির সম্মূক্ষীন হওয়ার আশংকা করা হচ্ছে। ইতিমধ্যে অর্থনৈতিক উপার্জনের বড় একটা দিক পর্যটন শিল্প, সেখানে পর্যটক সংখ্যা অনেক কমে গেছে।
এমনকি ভীতির কারণে রোমের কাঁচাবাজারেও এর প্রভাব লক্ষ করা যায়। একদিকে কোরোনাভাইরাসের কারণে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিক্রেতা, অপরদিকে দ্রব্যমূল্য স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ একটা আন্তর্জাতিক চেহারা নিচ্ছে – যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন