বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

পরাজয় দিয়েই আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু হয়েছিল বাংলাদেশ দলের। এবার সালমাদের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা। বাংলাদেশ সময় বেলা দুইটায় ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হারে বাংলাদেশ নারী দল। চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরে গেলে শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে সালমা-জাহানারাদের। টি-টুয়েন্টি ফরম্যাটে এটিই হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

এ দিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াও ১৫ রানে হার মেনেছে ভারতের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। এই ম্যাচেও তারা চাইবে জয়ের ধারায় থাকতে। অপরদিকে, বাংলাদেশের কাছে এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ‘বাঁচা-মরার লড়াই’।

ম্যাচে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন জাহানারা আলম। তাকে লড়তে হবে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার আলিসা হিলির সঙ্গে। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া জাহানারা মনে করেন, অস্ট্রেলিয়াকে লড়তে হবে উন্নতির শিখরে চড়া বাংলাদেশের সঙ্গে।

তিনি বলেন, ‘আগের ম্যাচে কী ঘটেছে সেটি বিবেচ্য নয়, জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামব। এই নিয়ে আমরা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলছি। তবে এই প্রথম আমরা অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি। আমরা তাদের খেলার ভিডিও বিশ্লেষণ করে দেখেছি। তবে জানি এটি বড় একটি মঞ্চ। যেখানে আমাদের প্রতিপক্ষও বড় দল। তারা বর্তমান চ্যাম্পিয়ন।’

জাহানারা বলেন, ‘আমাদের অনেক উন্নতি হয়েছে, তবে বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বিবেচনায় কিছুটা পিছিয়ে আছি। বড় দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি খেলিনি। তবে টুর্নামেন্টের জন্য আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়ে রেখেছি। অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকজন নামি-দামি তারকা রয়েছে। তারা পেস ও স্পিনেও বেশ শক্তিশালী। আমাদের দলেও বেশ কয়জন ভালো খেলোয়াড় আছে। তবে আমাদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে হবে।’
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ