মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবার ক্লাসে ফিরলো

৩ দিন পর মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা আজ বুধবার ক্লাসে ফিরে এসেছেন।

পলিটেকনিক শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছিলো শিক্ষার্থীরা। এদিকে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন মৌলভীবাজার পলিটেকনিক শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, গতকাল আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করলে তিনি আমাদের আশ্বাস দেন আগামীকাল থেকে ক্লাস যথারিতি চালু হবে। পরে রাতে পলিটেকনিক শিক্ষক পরিষদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে একটা নোটিশ আসে। সেই নোটিশের প্রেক্ষিতে শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করেন। পরে আমরা জানতে পেরে সবার সম্মতিতে আজ থেকেই ক্লাসে শুরু করেছি।

চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষার বৃহত্তর স্বার্থে দ্বিতীয় শিফট বিষয়ে গত ২৩ ও ২৪ তারিখে মহাপরিচালক মহোদয় ও টি এম ইডি সচিব মহোদয়ের সাতে বিস্তারিত আলোচনায় ২য় শিফটের সম্মানী বিষয়ে আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান কর্মবিরতি ২৬ ফেব্রুয়ারি হতে স্থগিত ঘোষনা করা হল।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ