বড়লেখায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউপি’র আজিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক ডাঃ লাবনী কান্ত দাস মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজ কর্মস্থল থেকে রতুলীস্থ বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ডাঃ নজরুল ইসলাম এর অধীন চিকিৎসারত ছিলেন।
মাথায় প্রচন্ড আঘাতের কারণে মস্থিস্কে অতিরিক্ত রক্তক্ষরনে বুধবার রাত ১১:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডাঃ লাবনী কান্ত দাস মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১ ঘটিকায় আজিমগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে আবাসস্থলে ফেরার পথে রতুলী-আজিমগঞ্জ সড়কের বড়থল পরিবার পরিকল্পনা ক্লিনিকের সামনের রাস্থায় সড়ক দূর্ঘটনার শিকার হন। তাকে বহনকারী মটরসাইকেলটি তখন তাহার নিজ পুত্র রুলেক্স (১৮) চালাচ্ছিলেন।
এসময় তাহার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগার কারণে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন।
বড়লেখার দাসের ইউনিয়ের গুলোয়া গ্রামের নরেন্দ্র দাসের ছেলে ডাঃ লাবনী কান্ত দাস, তিনি তাহার ২ পুত্র রুলেক্স (২০), শ্রাবন (১৬), ১ মেয়ে রোকসী (১৮) ও স্ত্রী জলি রানী দাস (৫০) সহ অসংখ্য গুণগ্রাহী রেখে তিনি না ফেরার দেশে চলে যান।
আজিমগঞ্জ বাজারস্থ ছিদ্দেক আলী মাঠে তাহার মরদেহে বনিক সমিতির নেত্রীবৃন্দ ও নিজ ধর্মাবলম্বী তাহার গুণগ্রাহী ব্যক্তিবর্গ শ্রদ্ধা দিবেদন করেন। তাহার মৃত্যুতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সুজানগর ইউপি আওয়ামীলীগ সভাপতি ইমরুল ইসলাম লাল, সম্পাদক সাহেদুল মজিদ নিকু, সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপুল কান্তি দাস, বনিক সমিতির আহবায়ক আব্দুর রাজ্জাক, সাবেক সম্পাদক নাদের আহমদ জওহার, ব্যবসায়ী কয়েছ আহমদ, ফায়েক আহমদ, ডাঃ সমীরন চন্দ্র দান, ডাঃ বিজিত লাল দাস, যুবলীগ নেতা রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, দৈনিক ভোরের ডাক সাংবাদিক সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।
এশিয়াবিডি/বেলাল/কামরান