জুড়ীতে প্রাইজ মানি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন


মৌলভীবাজারের জুড়ীতে নাসির উদ্দিন প্রাইজ মানি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪ টায় নয়াবাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেন্জের পুলিশ সুপার নুরুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও শাহ মোয়াজ্জেম রুবেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার,জুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী,জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুল ইসলাম মঈন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম,খালেদ আহমদ প্রমুখ।খেলায় এফসি তারাদরম বড়লেখা ট্রাইবেকারে অগ্রগামী স্পোর্টিং ক্লাব মনতৈল জুড়ীকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে।খেলার প্রথম পুরষ্কার নগদ ১ লক্ষ টাকা এবং ট্রপি এবং ২য় পুরষ্কার ৫০ হাজার টাকা এবং ট্রপি।

এশিয়াবিডি/বেলাল/কামরান

আরও সংবাদ