ঢাকায় মোদী বিরোধী বিশাল জমায়েত
ভারতের নয়া দিল্লিতে মুসলমানদের ওপর সহিংস হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। এতে পথচারীসহ সর্বসাধারণ যোগ দেয়, এ সময় মোদী বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মসজিদের গেটে এ বিক্ষোভ হয়।
এসময় বক্তারা বলেন, ভারতের সাম্প্রদায়িক মোদী সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বাড়ি-ঘরে আগুন দেওয়া হচ্ছে। তাদের বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে। নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে। বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভারতের মুসলমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
সমাবেশের পর বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভারতে হিন্দু উগ্রবাদীদের নির্যাতনে এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন।
এর আগে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভে যোগ দেন।
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইনকে কেন্দ্র করে সহিংসতায় দিল্লিতে এখন পর্যন্ত ৩৮ জন প্রাণ হারিয়েছেন। আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। সহিংসতার ঘটনা তদন্তে দুটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
গত রবিবার সিএএ সমর্থক-বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হলেও ধীরে ধীরে এটি সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। এতে প্রতি দিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবারও অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ