রতুলী বাজার বনিক সমিতি ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি সাজু ও সম্পাদক সাইদুল

ছবিঃ এশিয়াবিডি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের রতুলী ব্যবসায়িক প্রাণকেন্দ্র রতুলীবাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে আনোয়ারুল ইসলাম সাজু সভাপতি এবং শাহীদুর রহমান সাইদুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ৯:০০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রতুলী বাজার বনিক সমিতি ত্রি-বার্ষিক নির্বাচন দায়িত্ব পালন করেন, প্রিসাইডিং অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন। প্রধান কমিশনার সাহেদুল ইসলাম সুমন, সহকারী কমিশনার এমরান আহমদ, মাহমুদুর রহমান মাখন, মদরিছ আলী প্রমুখ

এদিকে সহ-সভাপতি পদে সজল রুদ্র পাল, সহ-সাধারণ সম্পাদক পদে অাছাদ উদ্দীন, কোষাধ্যক্ষ পদে আকিবুল হোসেন, দপ্তর পদে আসিক আহমদ, প্রচার-প্রকাশনা পদে কবির আহমদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে নেকবর আলী,জমির উদ্দিন, সিদ্দিকুর রহমান, জালাল উদ্দিন বাদাই নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে আনোয়ারুল ইসলাম সাজু সর্বোচ্চ ৮৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রাজ্জাক ভোট ৮২ পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে শাহীদুর রহমান সাইদুল ভোট ১১৭ পেয়ে জয়ী হন। সহ-সভাপতি পদে সজল রুদ্র পাল পেয়েছেন ১০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান পেয়েছেন ৮৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আছাদ উদ্দীন সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলী পেয়েছেন ৪০ ভোট। কোষাধ্যক্ষ পদে ১১৭ ভোট পেয়ে আকিবুল হোসেন জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল রহমান কটর পেয়েছেন ৭২ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ সর্বোচ্চ ১১০ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মনাফ ৭৭ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক
আশিক আহমদ সর্বোচ্চ ১০১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ৮৬ ভোট পেয়েছেন।

সদস্য পদে নেকবর আলী ১১৩ ভোট,জমির উদ্দিন ১১২ভোট,সিদ্দিকুর রহমান ১০৭ভোট,জালাল উদ্দিন (বাদাই)-১১০ভোট পেয়ে ৪ জন সদস্য জয়ী হন।

এশিয়াবিডি/রিপন/সাইফ

আরও সংবাদ