মৌলভীবাজারে বীমা কর্মকর্তাদের সাথে নাটাবের মতবিনিময়
যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের রেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে জেলা বীমা কর্মকর্তা কল্যাণ পরিষদের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সহ-সভাপতি ডাঃ শফিক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সাধারণ সম্পাদক, লেখক ও গবেষক এড. মোহাম্মদ আবু তাহের।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ, সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ, ডাঃ আক্তার হোসেন, জেলা বীমা কর্মকর্তা কল্যাণ পরিষদের আহ্বায়ক আ স ম ছালেহ সুহেল ও প্রফেসর গিয়াস উদ্দিন প্রমুখ।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ