তালেবানের সঙ্গে শেষ পর্যন্ত শান্তি চুক্তি করলো যুক্তরাষ্ট্র
১৮ বছরের যুদ্ধ অবসানে শেষ পর্যন্ত আফগান তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার কাতারের রাজধানী দোহায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ঐতিহাসিক এই চুক্তির সাক্ষী হতে দোহায় গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পরই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন তিনি।
আফগানিস্তান থেকে ১৪ মাসের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো)। চুক্তি স্বাক্ষরের আগেই শনিবার মার্কিন ও আফগান সরকার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছিল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পরই আফগানিস্তান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ১৮ বছরের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই হাজারের বেশি সেনা নিহত হয়।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ