জুুড়ীতে বঙ্গবন্ধু ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে জুড়ীতে ‘বঙ্গবন্ধু মোটর সাইকেল এন্ড মোটর সাইকেল ফুটবল প্রতিযোগিতা-২০২০’ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোয়ালবাড়ী বাজার মাঠে জাগরণ সমাজ কল্যাণ সংস্থা গোয়ালবাড়ী প্রতিযোগিতার আয়োজন করে।

গিয়াস উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি হুমায়ূন রশীদ রাজীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা. উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস. পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ. গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন. জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা. বদরুল হোসেন শাহীন. উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান. উপজেলা যুবলীগের সম্পাদক শেখরুল ইসলাম. সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান. ফ্রান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুর রহমান. নিয়াজ উদ্দিন. অটল কিষান সিংহ শিবেন. আবুল কাশেম দুলাল প্রমুখ।

উদ্বোধনী খেলায় হামদান স্পোর্টিং ক্লাব, দক্ষিণভাগ ৫-০ গোলে সুজানগর ফুটবল একাডেমীকে পরাজিত করে জয়ী হয়। অলিলা গ্রুফ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইনের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্তের ২৪টি টিম অংশগ্রহণ করছে।

এশিয়াবিডি/বেলাল/কামরান 

আরও সংবাদ