সন্তানের পর না ফেরার দেশে মা
আগুনে পুড়ে ছেলে এ কে এম রুশদীর মৃত্যুর পর এবার না ফেরার দেশে চলে গেলেন মা জান্নাতুল ফেরদৌসী।
রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাতুল। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থ বিভাগে কাজ করতেন।
২৭ ফেব্রুয়ারি ভোররাতে নিউ ইস্কাটনের দিলু রোডের আবাসিক এলাকার একটা পাঁচতলা ভবনে আগুন লাগে। আগুনে পুড়ে ওই দিন রুশদীসহ তিনজন মারা যায়। দগ্ধ হয় রুশদীর মা-বাবা।
রুশদীর বাবা শহিদুল কিরমানি এখন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসকরা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শহিদুল কিরমানির অবস্থাও আশঙ্কাজনক।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ