যশোরে সড়কে ঝরল ২ প্রাণ


যশোরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার (১ মার্চ) সকাল ৯টায় যশোর-ঝিনাইদহ সড়কের শানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্র্যাক ব্যাংক যশোরের চুড়ামনকাটি শাখায় ক্যাশিয়ার তানিয়া (২৫) ও যশোর সদরের দৌলতদিহি এলাকার আতিয়ার রহমানের ছেলে হাসান (৩৮)।

আহতরা হলেন- প্রতীক (৪০), নজরুল (৫০) ও মনোয়ারা (২৪)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এনাম উদ্দিন বলেন, এখানে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। আহত প্রতীক ও নজরুলের শারীরিক অবস্থাও আশঙ্কামুক্ত নয়।

স্থানীয়দের বরাতে যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শানতলায় অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এ সময় ঝিনাইদহমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি ছিটকে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা খায়। এতে তানিয়া ও হাসান ঘটনাস্থলেই মারা যান।

এ দিকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে ওসি জানান।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ