বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বড়লেখার উপজেলা সুজানগর ইউনিয়ন সোনাপুর গ্রামে লিমন এন্ড নোমান ফুটবল টুনার্মেন্ট -২০২০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেলে সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবের উদ্যোগে সোনাপুর ফুটবল মাঠে এ খেলার আয়োজন করা হয়।
সোনাপুর সূর্যতরুন ক্লাবের আব্দুল মালেক এর সভাপতিত্বে ও ফয়সল রানা পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, ৯নং সুজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মকবুল হোসেন সেবুল, ইউপি সদস্য সহিদ আহমদ, সাবেক ইউপি সদস্য গোলাপ আলী, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, রতুলি বনিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সাইদুল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদস্য নেকবর আলী, কাতার প্রবাসী আব্দুর রহিম, সমাজ সেবক ছাদ উদ্দিন, ক্লাবের সদস্য, মাষ্টার সুলেমান আহমদ সুরমান, সমাজ সেবক সিরাজুল ইসলাম রিপন, ক্লাবের সদস্য ফুরকান, মামুন, জাবেদ, জামিল, জাবেদ, ফখরুল, বদরুল প্রমুখ।
উদ্বোধনী খেলায় লিটিল ব্রাদার্স ফুটবল ক্লাব দক্ষিণভাগ ১-০ গোলে রতুলি ফুটবল একাডেমীকে পরাজিত করে জয়ী হয়। লিমন ও নোমানের এর পৃষ্ঠপোষকতায় সার্বিক সহযোগিতায় উক্ত ফুটবল টুর্নামেন্ট উপজেলার বিভিন্ন প্রান্তের ১৬ টি টিম অংশগ্রহণ করছে।
এশিয়াবিডি/রিপন/সাইফ