উত্তাল মৌলভীবাজার!
উলামা পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
উলাম পরিষদ মৌলভীবাজার এর উদ্যাগে ভারতে নির্বিচারে মুসলিম হত্যা, বর্বর নির্যাতন বন্ধের দাবীতে ও মসজিদে হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গণে এ সমাবেশ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুসুমবাগ গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বারী।
বক্তব্য রাখেন, মাওলানা মুফতি সামসুজ্জোহা, মাওলানা মুফতি গিয়াস উদ্দিন,মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, মাওলানা মুফতি হাবিবুর রহমান ক্বাসেমী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা এমদাদুর রহমান, মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা আহমদ বিলাল,মাওলানা লুৎফুর রহমান কামালী, মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ।
বক্তারা,মহান মুক্তিযুদ্ধের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ভারতে প্রেসিডেন্ট নরেন্দ্র মুদির বাংলাদেশ সফর বাতিলের জন্য মাননীয় প্রধান মন্রীকে আহবান জানান।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

