রেকর্ড গড়ে যা বললেন তামিম
রেকর্ড গড়া ইনিংসের রহস্য জানালেন তামিম ঝকঝকে ইনিংসে সিলেট মাতিয়েছেন তামিম ইকবাল। দীর্ঘদিন পর হাসল তার ব্যাট। হাসল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের রান ৩২২। তাতে তামিমের একার রানই ১৫৮। ২৩ ইনিংস পর তামিমের ব্যাট থেকে এল সেঞ্চুরির ইনিংস। শুধু সেঞ্চুরিতেই সন্তুষ্ট থাকেননি তামিম। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেছেন। এটি কেবল তামিমেরই নয়, ওয়ানডেতে বাংলোদেশের যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও।
বাংলাদেশের ইনিংস শেষে তামিম মুখোমুখি হয়েছিলেন প্রোডাকশন চ্যানেলে। সেখানে নিজের ইনিংস নিয়ে কথা বলেন ড্যাশিং ওপেনার। ‘আজ ভালো ব্যাটিং করেছি। ব্যাট-বলের যোগাযোগ দারুণ ছিল। তবে শুরুর দিকে ভাগ্য আমাকে সহায়তা করেছে। এরপরে শুধু সেটা ধরে রাখতে চেয়েছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য টিম ম্যানেজমেন্ট ও আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই।’
দলের পরিকল্পনা জানাতে গিয়ে তামিম বলেন, ‘আমাদের দলের পরিকল্পনা ছিল উপরের পাঁচ ব্যাটসম্যানের যে কোনো একজন ন্যূনতম ৪০ ওভার পর্যন্ত ব্যাটিং করবে। আজকের দিনে দায়িত্বটা আমি পালন করেছি। মুশফিকও আজ দুর্দান্ত ব্যাটিং করেছে। এখন বাকি কাজ আমাদের বোলারদের। আমাদের ভালো বোলিং করতে হবে।’
দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তামিম পেলেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। শুধু সেঞ্চুরিই-ই নয় এ সেঞ্চুরিতে ওলটপালট হয়েছে রেকর্ডবুকও।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ