সিরিয়ায় ব্যাপক যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া

সিরিয়ায় তুরস্কের সঙ্গে যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ায় সব ধরনের প্রস্তুতি শুরু করেছে রাশিয়ার সামরিকবাহিনী। সিরিয়ায় কয়েকদিন আগে থেকেই অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পাঠানো শুরু করেছে তারা। এবার আরও জাহাজে করে ব্যাপক পরিমাণ যুদ্ধ সরঞ্জাম সিরিয়াতে পাঠাচ্ছে রুশ কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক নৌযান পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজে করে সিরিয়ার উদ্দেশে আসছে ব্যাপক যুদ্ধ সরঞ্জাম। বর্তমানে রুশ এই নৌ-বহর বসফরাস প্রণালি পাড়ি দিচ্ছে।

জানা গেছে, রাশিয়ার ওই জাহাজগুলোতে করে সিরিয়ায় নেওয়া হচ্ছে অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম। এর মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির ট্যাংকও রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানায়, সিরিয়ায় যুদ্ধবিমানের সংখ্যাও বাড়িয়েছে রাশিয়া। সোমবার (২ মার্চ) রাতে বেশকিছু যুদ্ধবিমান সিরিয়ায় থাকা রুশ বিমান ঘাঁটিগুলোতে যোগ দেয়।

এর আগে সিরিয়ার উদ্দেশে আরও অন্তত দুটি জাহাজভর্তি করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠায় রাশিয়া। এগুলো দ্রুতই সিরীয় উপকূলে নোঙর করবে। ইতোমধ্যে তুরস্কের আপত্তি সত্ত্বেও সিরিয়ার সারাকিব শহরে সেনা মোতায়েন করেছে রাশিয়া। ফলে দেশ দুটির মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ