শাখা বরাক নদীর প্রাণ ফেরানোর উদ্যোগ

নবীগঞ্জ উপজেলার শাখা বরাক নদীর প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন।

এক প্রেস ব্রিফিং-এ হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান রোববার বিকেলে জানান, আগামীকাল মঙ্গলবার থেকে শাখা বরাক নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ২৯ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ করেছে।

বরাক নদী উদ্ধারের জন্য নদীর ১০১টি অবৈধ স্থাপনা চিহ্নিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় সাংবাদিকরা থেমে থাকা হবিগঞ্জের পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার থেকে হবিগঞ্জের পুরোনা খোয়াই নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আবারও শুরু হবে।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রয়োজনীয় ফান্ড না থাকায় এতো দিন অভিযান বন্ধ ছিল। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয় এর জন্য ২৯ লাখ ৯৯ হাজার টাকা ফান্ড দিয়েছে। স্থাপনা ভাঙ্গন কাজে শ্রমিকসহ অন্যান্য কাজের জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াও শেষ হয়েছে। ইতিপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবার ও অবৈধ দখলদারকে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। অবৈধ স্থাপনার মধ্যে মসজিদ মন্দির স্কুলসহ ৫টি প্রতিষ্ঠানও রয়েছে।

জেলা প্রশাসক জানান, কিছু লোক উচ্চ আদালত থেকে আদেশ এনে তারা স্থাপনা তৈরি করেছেন। আদালতের আদেশ থাকায় তা উচ্ছেদ করা যাচ্ছেনা। তবে আগামী ৯ মার্চ খোয়াই রিভার সিস্টেম উন্নয়ন প্রকল্পটি প্রি-একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ