ভারতে বাড়ছে করোনা আক্রান্ত

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব ভারতেও পড়ছে। সব মিলিয়ে ভারতে ১১ জনের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে।

মঙ্গলবার সর্বশেষ আগ্রার একটি পরিবারের ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পরিবারের দুই ভাই সম্প্রতি ইতালি গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের থেকে সংক্রমণ ছড়ায় পরিবারের আরো চার সদস্যের মধ্যে।

এর আগে চীন ফেরত কেরালার তিন শিক্ষার্থী এবং গতকাল দিল্লি ও তেলেঙ্গানায় একজন করে বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়। তারা দুজনই চিকিৎসাধীন। দিল্লির বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন।

করোনাভাইরাসের জেরে যাতে মানুষ আতঙ্কগ্রস্ত না হয়ে পড়েন, তার জন্য টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে মানুষকে শান্ত থাকতে বলেছেন এবং ভাইরাস রোধে প্রয়োজনীয় সতর্কতা নিতে বলেছেন।

সূত্র : আনন্দবাজার
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ