জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সৌম্য
সৌম্য সরকারকে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য ডেকেছে টিম ম্যানেজমেন্ট।
প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল দিয়েছিল বিসিবি। সিরিজ নিশ্চিত হওয়ার পর দলে বাড়তি একজন ক্রিকেটারকে যোগ করলো নির্বাচকরা। সৌম্যকে নিয়ে দলের ক্রিকেটার সংখ্যা এখন ১৬। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে দেখা যাবে মারকুটে এ ব্যাটসম্যানকে।
বাংলাদেশের তৃতীয় ওয়ানডে স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, আল-আমিন হোসেন, সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজ রহমান ও সৌম্য সরকার।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ
