‘মাশরাফির এখন মাঠের বাইরেও অনেক দায়িত্ব রয়েছে’

দেশের হয়ে ২০১০ সালে ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মাশরাফি বিন মর্তুজা। আগামীকাল শুক্রবার শেষবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। নিজে থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’।

সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের অনেকে ক্রিকেট ভক্ত। অনেকেই আছেন যারা মাশরাফিকে ভালোবাসেন। প্রিয় খেলোয়াড়ের এমন সিদ্ধান্তকে কীভাবে দেখছেন তারা? লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘আমি ক্রিকেট পছন্দ করি। নিয়মিত খেলা দেখি। ব্যক্তিগতভাবে মাশরাফির ভীষণ ভক্ত! তিনি অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন, কিন্তু খেলা ছেড়ে দিচ্ছেন না। এটুকুই আপাতত সান্ত্বনা। মাশরাফির দেখিয়ে দেয়া পথে নতুন যিনি হাঁটবেন তার জন্য রইল শুভ কামনা। যদিও কাজটি সহজ হবে না। তারপরও মাশরাফি আরো কিছুদিন খেলা চালিয়ে যাবেন। অর্থাৎ নতুন যিনি দায়িত্ব নেবেন তিনি মাশরাফিকে পাবেন। আর অধিনায়ক থাকুক আর নাই থাকুক, দলে মাশরাফি থাকা মানেই বিরাট কিছু!’

মাশরাফি বিন মর্তুজার এই সিদ্ধান্তকে সমর্থন করে মৌসুমী হামিদ বলেন, ‘অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন সমস্যা নেই, কিন্তু খেলা ছেড়ে দিলে খারাপ লাগবে। তারপরও বলব, মাশরাফির এখন বিশ্রাম প্রয়োজন। কারণ যে পরিমাণ অস্ত্রোপচার তার হয়েছে, ভাবা যায় না! আর এখন তো তিনি জনগণের জন্য কাজ করবেন। সুতরাং তার এখন মাঠের বাইরেও আরো অনেক দায়িত্ব রয়েছে।’

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ