যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত ১১

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১ তে পৌঁছেছে। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার প্লেসার কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, সানফ্রান্সিসকো থেকে মেক্সিকো সমুদ্রভ্রমণ শেষে ক্যালিফোর্নিয়ায় ফেরার পর এক প্রবীণের দেহের করোনাভাইরাসের অস্তিত্ত্ব ধরা পড়ে। বুধবার তার মৃত্যু হয়েছে। আগে থেকেই তার স্বাস্থ্যগত সমস্যা ছিল।
ওয়াশিংটনে বৃহস্পতিবার করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০ এ পৌঁছেছে। এদের অধিকাংশ পূর্ব সিয়াটলের উপশহর কির্কল্যান্ডে লাইফ কেয়ার নামের একটি নার্সিংহোমে থাকতেন। সিয়াটলে ৩৯ করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।
কেন্দ্রীয় সরকারের সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের প্রধান সিমা বার্মা জানান, লাইফ কেয়ার নার্সিংহোম পরিদর্শনে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ থেকে বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে।
এর আগে গত এপ্রিলে লাইফ কেয়ারে ১৯ রোগী ও কর্মচারীর মধ্যে ফ্লুর সংক্রমণ হয়েছিল। পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা না থাকার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৬৭ হাজার ডলার জরিমানা করা হয়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ
