করোনাভাইরাস: শুক্রবার দেশের সব মসজিদে দোয়া

করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য শুক্রবার (৬ মার্চ) সারাদেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ।

বৃহস্প‌তিবার (৫ মার্চ) ইফার সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস থেকে মুক্তির জন্য শুক্রবার জাতীয় মস‌জিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বি‌শেষ দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌বে। দে‌শের সব মসজিদে জুমার নামাজে করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এখন পর্যন্ত (৫ মার্চ) ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে এ ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ