ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ ৫ জুটি
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ওপেনিং জুটিতে ১৮২ রান তুলেছেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ওয়ানডেতে ওপেনিংয়ে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড।
তামিম ও লিটন সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড গড়তে ভেঙেছেন মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেনের ১৭০ রানের জুটির রেকর্ড। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষেই ওপেনিংয়ে এ জুটি গড়েছিলেন তারা। ২১ বছর অক্ষত থাকার পর সর্বোচ্চ ওপেনিং জুটির তালিকায় দুই নম্বরে নেমে গেছে শাহরিয়ার ও মেহরাবের ১৭০ রানের এ জুটি।
এছাড়া বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ওপেনিং জুটিটি গড়েছেন এনামুল ও তামিম। ২০১৪ সালে চট্টগ্রামে ওপেনিং জুটিতে ১৫৮ রান তুলেছিলেন এ দুই ব্যাটসম্যান। তালিকার চার নম্বরে রয়েছে তামিম ও সৌম্যের ১৫৪ রানের ওপেনিং জুটি। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে ওপেনিং জুটিতে এ রান তুলেছিলেন তারা। ১৫০ রানের ওপেনিং জুটি গড়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন এনামুল ও ইমরুল। ২০১৪ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে এ জুটি গড়েছিলেন এনামুল ও ইমরুল।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

