মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুজিবীয় শুভেচ্ছা
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা উত্তরসহ সারা বাংলার আপামর ছাত্রজনতাকে জানাই মুজিবীয় শুভেচ্ছা।
মহান স্বাধীনতা দিবস বাঙালী জাতীর আবেগ ও অনুভূতির দিন। ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাতে (২৬শে মার্চ প্রথম প্রহরে) নিরীহ বাঙালীর উপর বিনা অপরাধে গুলি চালায় পাকিস্তানি হানাদার বাহিনীরা। সেদিন রাতে গ্রেফতার হোন বাঙালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এই দিনকে সামনে রেখে বাংলার আপামর জনসাধারণ ও ছাত্রজনতাসহ সকল সেক্টরে থাকা সবাইকে শপথ নেওয়া প্রয়োজন। দেশের মাটি ও মানুষকে ভালোবেসে যারা নিজের জীবনকে উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছেন তাদের অবদান আমরা কোনদিন ভুলবো না।
দেশের সকল শ্রেণী পেশার মানুষ ও বিশেষ করে আমার প্রাণ প্রিয় ছাত্রজনতা সহ আসুন আমরা সবাই মিলে এই স্বাধীন দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে নিজ নিজ জায়গা থেকে কাজ করবো ইনশা আল্লাহ।
শুভেচ্ছান্তে::
মারজান হোসাইন
সহ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
উপ আন্তর্জাতিক সম্পাদক
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদ।
এশিয়াবিডি২৪/বিজ্ঞাপন/কামরান